জামালপুরে বিদেশী মুদ্রাসহ তিনজন গ্রেপ্তার

আটক তিন মুদ্রা পাচারকারী। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিভিন্ন দেশের মুদ্রাসহ তিনজন মুদ্রা পাচারাকারীকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২৫ জানুয়ারি ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভাটারা-মাদারগঞ্জ সড়কের উপর অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়ইছাপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদ(৩৫), একই জেলার ধনবাড়ী উপজেলার পাইতকা এলাকার মো. আহছান আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির এলাকার মো. ফজলুল হকের ছেলে মো.ইয়াসিন আলীকে (৩৫) আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশী করেন সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, সিংগাপুর ও আমেরিকার বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। জব্দকৃত মুদ্রার দেশীয় মূল্য নয় লাখ টাকারও বেশি বলে জানান তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।