জামালপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

‘আমরা ৮৮’ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

চলমান শৈত্যপ্রবাহের দুর্ভোগের হাত থেকে সুরক্ষার লক্ষে ২২ জানুয়ারি জামালপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আমরা ৮৮’।

কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ৮৮’ এর অন্যতম বন্ধু সদস্য হুমায়ুন কবীর। এসময় ব্যাচের বন্ধু, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকার হতদরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিরা কম্বল পেয়ে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করেন।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, প্রতিবছরের মতো ‘আমরা ৮৮’ বন্ধু সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার উদাহরণ তৈরি করলো। এদের মতো বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে অসহায় মানুষগুলো দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতো। তিনি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।