বশেফমুবিপ্রবিতে ‘অ্যাকাডেমিক ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবিতে ‘অ্যাকাডেমিক ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘অ্যাকাডেমিক ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের মনমাউথ ইউনিভার্সিটির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম এম মাতবর বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোখলেসুর রহমান।

সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।