জেনিনে ইসরায়েলি হামলা, নিহত ৬

পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে। গত তিন মাসে সেখানে ইসরায়েলি হামলায় তিন শতাধিক নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২০০ জন।

এরপরেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে ২২ হাজার নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবুও হামলা বন্ধ করেনি ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না।