মাদারগঞ্জে দু’জন লেখকের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চারণ থিয়েটারের আয়োজনে থিয়েটারের দু’জন লেখকের দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা খরকা হলরুমে চারণ থিয়েটারের উপদেষ্টা কবি নান্নু পারভেজের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রতিশ্রুতি দাও’ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক এবং কলামিস্ট জি.বি.এম রুবেল আহম্মেদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ অনুরাগ’।

একইসাথে চারণ থিয়েটারের নব-গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা।

চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল হাসান সুজন, সাধারণ সম্পাদক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, সাধারণ সম্পাদক জুলফিকার বাবলু।

পরে দুপুরে মোসলেমাবাদ গ্রামে জি.বি.এম উন্মুক্ত গণগ্রন্থাগার এর শুভ উদ্বোধন করা হয়।