স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ সভা সমাবেশে কমিশনের বাধা নেই : আলমগীর

বাংলারচিঠিডটকম ডেস্ক :

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কেউ যদি শান্তিপূর্ণ সভা সমাবেশ করে তাতে নির্বাচন কমিশনের কোন বাধা নেই।

তিনি বলেন, ‘কেউ যদি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করে এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সরকার যেখানে অনুমতি দেবে সেখানে সভা-সমাবেশ করবে। আমাদের বক্তব্য হলো নির্বাচনে বাধা সংক্রান্ত সভা-সমাবেশ করা যাবে না। যে সমস্ত কর্মসূচি নির্বাচনের পথে হুমকি বা বাঁধা এ সমস্ত কর্মসূচি করা যাবে না। তবে যে কোনো দেশে যে কোনো পক্ষের শান্তিপূর্ণ সমাবেশ বা বক্তব্য দেওয়ার অধিকার তাদের আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা করতে পারবে।’

১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এক সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বিভিন্ন দলের রাজনৈতিক সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আইনে আছে নির্বাচন বিরোধী কোন কাজ করা যাবে না। আইনে আছে কেউ যদি ভোটে বাঁধা দেয়, হুমকি দেয়, ভয়ভীতি দেখায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আবারও বলছি কেউ যদি শান্তি সমাবেশ করে তবে রাষ্ট্রের প্রচলিত নিয়মে করতে পারবে। শান্তির্পূর্ণ সমাবেশে-কর্মসূচি রাজনৈতিক দল অবশই করতে পারবে সেক্ষেত্রে তাদের কোন বাধা নেই।’

এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী একটা আচরণবিধি আছে বা আইন আছে। সেটা হলো নির্বাচনী কাজে কেউ যদি বাধা দেয় তাহলে আইন অনুযায়ী এটা অপরাধ। সেই পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি যাতে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকে। কেউ যদি ভোট বিরোধী কোন শোডাউন বা কর্মসূচি দিয়ে থাকে তবে তা করা যাবে না।

সভা সমাবেশ করতে না দিলে বিএনপির মতো কয়েকটি রাজনৈতিক দলের অধিকার ক্ষুন্ন হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু বিএনপি নয়, যে কোন রাজনৈতিক দল যদি বলে তারা ভোটে অংশ নেবে না, সেই ব্যপারে আমাদের কোন কথা নেই। তবে যদি কেউ কোন সন্ত্রাসীমূলক কাজ করে, জ্বালাও পোড়াও করে বা রেললাইন কেটে দিয়ে এই ধরণের নাশকতামূলক কাজ করে তবে এটা করতে দেওয়া যাবে না।সূত্র:বাসস।