ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও ইউএনও শিশু পার্ক উদ্বোধন

মতবিনিময় করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর ইউএনও শিশু পার্ক উদ্বোধনের পর শিশুদের সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি ইউএনও শিশু পার্ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন।