আলেয়া আজম কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:

জামালপুরের মেলান্দহ উপজেলার আলেয়া আজম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর কলেজটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

কলেজটির গর্ভনিং বডির সভাপতি শিক্ষানুরাগী সোহরাব হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, আলেয়া আজম কলেজের অধ্যক্ষ মীর সরোয়ার কবীর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আতিকুল্লাহ।

আরও বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, মো. আজিজল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন ও প্রভাষক হাসানুজ্জামান পলাশ।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার আলো জাতিকে আলোকিত করে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৈতিক শিক্ষায় শিক্ষিত আগামী প্রজন্মকে এগিয়ে এসে দেশের হাল ধরতে হবে। কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন করতে আলেয়া আজম কলেজ সব সময় পাশে থাকবে।