চীন-জাপানকে ‘অবশ্যই পার্থক্যগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে’ : শি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্যালিফোর্নিয়ায় এক বৈঠককালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে বলেছেন, চীন ও জাপানকে ‘অবশ্যই তাদের পার্থক্যগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে’। ১৭ নভেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সিসিটিভি’ জানিয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে শি কিশিদাকে বলেন, বেইজিং ও টোকিওকে অবশ্যই সময়ের প্রবণতা অনুসরণ করতে হবে। অভিন্ন স্বার্থের দিকে মনোনিবেশ করতে হবে এবং তাদের পার্থক্যগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে।খবর এএফপি’র।