শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট : ময়মনসিংহের জয় ১৮ রানে

তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

ঢাকা বিভাগীয় উত্তর অঞ্চলের শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ৫ নভেম্বর জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ময়মনসিংহ জেলা দল ১৮ রানে হারিয়েছে কিশোরগঞ্জ জেলা দলকে। এ নিয়ে নিজেদের দুটি ম্যাচেই জয় পেল ময়মনসিংহ জেলা দল।

জামালপুর ভেন্যুর তৃতীয় ম্যাচে ৫ নভেম্বর কিশোরগঞ্জ জেলা দল টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় ময়মনসিংহ জেলা দলকে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মশিউরের ময়মনসিংহ জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৬৮ রান। তাদের ব্যাটার রিফাত সর্বোচ্চ ৪৪ রান করেন। প্রতিপক্ষ কিশোরগঞ্জ জেলা দলের বোলার সাদি সর্বোচ্চ ৩ উইকেট নেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে অধিনায়ক ওয়াসিকের কিশোরগঞ্জ জেলা দল ৪৬.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫০ রান করে। ফলে ১৮ রানে ম্যাচ জিতেছে ময়মনসিংহ জেলা দল। কিশোরগঞ্জের ব্যাটার নিলয় সর্বোচ্চ ৩৬ রান করেন। প্রতিপক্ষ ময়মনসিংহের বোলার সায়ন ও রুদ্র ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী ময়মনসিংহ দলের ব্যাটার রিফাত। ম্যাচে আম্পায়ার ছিলেন হাফিজুর রহমান টিপু ও মাহমুদুল হাসান শরিফ।

সংক্ষিপ্ত স্কোর :
ময়মনসিংহ : ১৬৮/৯, ৫০ ওভার ( রিফাত ৪৪, জিদান ৪২, মসিউর ৩৭, সাদি- ০৭-০১-২৭-০৩, সায়ন ১০-০৩-১৩-০২

কিশোরগঞ্জ : ১৫০/১০, ৪৬.৩ ওভার (নিলয় ৩৬, সাকিব ৩০, পলক ২৩, সায়ন ১০-০২-২০-০২, রুদ্র ০৯-০০-২৫-০২)

ফল : ময়মনসিংহ ১৮ রানে জয়ী।
ম্যাচ সেরা: বিজয়ী দলের রিফাত।

ঢাকা বিভাগীয় উত্তর অঞ্চলের তিনটি গ্রুপের মধ্যে বি-গ্রুপে জামালপুর ভেন্যুতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা দল অংশ নিচ্ছে। এই গ্রুপের প্রথম লিগে তারা পরস্পরের সাথে একটি করে ম্যাচ খেলবে। মাঝে একদিন বিরতি দিয়ে একইভাবে দ্বিতীয় লিগে টানা তিনদিন পরস্পরের সাথে তারা আরো একটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

৬ নভেম্বর একদিন বিরতি দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় লিগের ম্যাচ শুরু হবে ৭ নভেম্বর। ৭ নভেম্বর অংশ নিবে ময়মনসিংহ ও গাজীপুর জেলা দল।