আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সবাইকে সজাগ থাকতে হবে : আবুল কালাম আজাদ এমপি

সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি মহল ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনকে সামনে রেখে সর্তক ও সজাগ থাকতে হবে।

৯ অক্টোবর দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি আরও বলেন, শেখ হাসিনার সরকার সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।

এসময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান, কাজি, সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম চাঁন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।