মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহবধূ আঙ্গুরী বেগমের মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ আঙ্গুরী বেগম শ্যামপুর ইউনিয়নের ৫ নং চর এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী ও মৃত হোসেন আলী শেখের মেয়ে।

খবর পেয়ে ২ অক্টোবর সকাল ৭টার দিকে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর দিবাগত রাতে স্বামী আমিজ উদ্দিনের নাটক দেখতে যাওয়ার কথা শুনে বাধা দেয় স্ত্রী আঙ্গুরি বেগম। বাধার পরেও স্ত্রীর কথা না শুনে নাটক দেখতে যায় আমিজ উদ্দিন। নাটক দেখা শেষ করে রাত ৩টার দিকে বাড়ি ফিরে আমিজ উদ্দিন। বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজির পর মাচার উপর আঙ্গুরির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে ২ অক্টোবর সকালে আঙ্গুরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।