ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর জামালপুরের কৃতী সন্তান সামছুন নাহার

সামছুন নাহার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ইউআরসি ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন জামালপুরের কৃতী সন্তান সামছুন নাহার। শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে ২ অক্টোবর বিভাগীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন সামছুন নাহার।

সামছুন নাহার ২০২২ সালের ১৭ জানুয়ারি থেকে নেত্রকোনা সদর উপজেলার রিসোর্স সেন্টারে ইন্সস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সুনামের সঙ্গে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার মৃত মো. আব্দুল ওয়াদুদের ছোট মেয়ে। তিনি দুই কন্যা সন্তানের জননী। তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার স্ত্রী। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গোলাম মোস্তফা সুনামের সঙ্গে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামছুন নাহার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি ও বিএসসি এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে এমএসসি পাস করেন।

sarkar furniture Ad
Green House Ad