৫ হাজার রান ক্লাবে মাহমুদুল্লাহ

বাংলারচিঠিডটকম ডেস্ক

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখালেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন সিরিজে ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদুল্লাহ।

সিরিজ শুরুর আগে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করতে ৫০ রান দরকার ছিলো মাহমুদুল্লাহর। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। এতে ৫ হাজার রান থেকে ১ রান দূরে ছিলেন তিনি।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসে ১৬তম ওভারের প্রথম বলে মুশফিকুর রহিমের আউটের পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ। নিজের মুখোমুখি হওয়া পঞ্চম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত এ ম্যাচে ২টি চারে ২৭ বলে ২১ রান করে আউট হন মাহমুদুল্লাহ।

২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহর। এখন পর্যন্ত ২২১ ম্যাচের ১৯২ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৫০২০ রান করেছেন মাহমুদুল্লাহ।

৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
তামিম ইকবাল ২৪৩ ২৪০ ৮৩৫৭ ৩৬.৬৫ ১৪ ৫৬
মুশফিকুর রহিম ২৫৬ ২৩৯ ৭৪০৬ ৩৭.০৩ ৯ ৪৬
সাকিব আল হাসান ২৪০ ২২৭ ৭৩৮৪ ৩৭.৬৭ ৯ ৫৫
মাহমুদুল্লাহ রিয়াদ ২২১ ১৯২ ৫০২০ ৩৫.৩৫ ৩ ২৭
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ২২.৩৭ ৩ ২০