মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মাঠে মেলান্দহ থানা এ সভার আয়োজন করে।

সভায় জামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মুহতামিম মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুকসহ সামাজিক বিশৃঙ্খলা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসচেতনতামূলক এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আমরা ৮টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। ৬০ দিনের টার্গেট করে আমরা লক্ষিত জায়গায় পৌঁছতে চাই। পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয় তাই বিট পুলিশিং এর মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে। জেলা পুলিশকে মানবিক পুলিশে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজন কুমার সরকার, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।