বকশীগঞ্জে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সম্মানী প্রদান

প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সম্মানী প্রদান করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ‘ইসলামপুর, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের সম্মানী প্রদান করা হয়েছে।

এর মধ্যে ৫ আগস্ট দুপুরে বকশীগঞ্জ উপজেলার ১৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়। এর আগে আরও ১৬০ জনকে সনদ ও সম্মানী প্রদান করা হয়।

পৌর এলাকার ব্র্যাক রোডে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ পউস এর বাস্তবায়নে সনদ ও সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঞা ও বকশীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

এই প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলার ৫৬০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।