বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মেরুরচর উত্তরপাড়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দুটি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক দল) মেরুরচর উত্তরপাড়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-১ গোলে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরকাউরিয়া খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলালসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।