মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক পুতিনের

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি স্ট্রেলনার কনস্টান্টিনোভস্কি প্রাসাদে তাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছেন।

বৈঠকের প্রটোকল অংশের পরে, দুই নেতা একটি কার্যকারী মধ্যাহ্নভোজে তাদের আলোচনা অব্যাহত রাখবেন।

এর আগে সকালে পুতিন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে সাক্ষাৎ করেন। আসন্ন রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের আগে এই সব বৈঠক অনুষ্ঠিত হয়। পুতিন শীর্ষ সম্মেলনে অংশ নেয়া সমস্ত আফ্রিকান জাতীয় নেতাদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

পূর্বে, পুতিন ২০১৯ সালে প্রথম রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে এল-সিসির সাথে কথা বলেছিলেন। চলতি বছরের মার্চে দুই নেতার শেষ ফোনালাপ হয়েছিল। সূত্র: বিবিসি।

sarkar furniture Ad
Green House Ad