স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আওয়ামী লীগের জনসভা

জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই বিকালে উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাটারা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন বাদলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুল্লাহ সোনা, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হোসেন মঞ্জু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামাত-বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে রাজপথেই মোকাবেলা করতে হবে। দেশের চলমান উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে বলে তারা বক্তব্য দেন।