সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবি দেওয়ানগঞ্জে

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের মডেল থানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নাদিম হত্যার সুবিচারের দাবিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন।ছবি: বাংলারচিঠিডটকম

প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মদন মোহনের নেতৃত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য আসলাম হোসেন, কাউন্সিলর আব্দুস সালাম খোকা, সাংবাদিক শাহজামাল, তালুকদার আলমগীর শাহজাহান, শেখ ফরিদ, ওসমান হারুন, খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ, রশীদুল ইসলাম সিকদার প্রমুখ।

এসময় বক্তারা নিহত সাংবাদিক নাদিমের আত্মার মাগফেরাত কামনা ও তাঁর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানানো হয় ।