শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বাংলা কলেজের শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে ছবি।

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিন (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে পৌর শহরের উত্তর বাজারের মোড়ে ওই ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের খাবাড়ির মাসুদুর রহমান ওরফে হিটলার মিয়ার ছেলে।

রবিন ঢাকার বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। আজ বিকালে তিনি মোটরসাইকেলে শহরের উত্তর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার নিচে পড়ে মাথা থেতলে ঘটনান্থলেই মারা যায় রবিন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।