শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ। ২২ মে বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে বিকেল ৪টায় শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় পর্যন্ত যায়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। পৌর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতী, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, জেলা যুবমহিলালীগের সভাপতি ফারহানা সোমা, পৌরমহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ প্রমুখ।

সমাবেশের বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপিনেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। ২৩ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপিনেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। পরে সমাবেশস্থলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপিনেতা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা পোড়ায়।