মাদারগঞ্জে জনতার ধাওয়ায় গরুচোর নিহত

ট্রাক ও চুরি যাওয়া গরু। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামে ১৩ মে ভোররাতে গরু চুরি করে ট্রাক দিয়ে পালানোর সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মোশারফ হোসেন নামে এক গরুচোর নিহত হয়েছে। অপর এক চোর মারাত্বক আহত হয়েছে।

নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গোবিন্দদাসী গ্রামে।

তবে মাদারগঞ্জ থানা পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিসহ এর চালক মুকুলকে আটক করেছে।

মাদারগঞ্জ মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ১৩ মে ভোর রাতের দিকে একদল চোর উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মহিষবাথানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দার আলীর খামারে প্রবেশ করে কয়েকটি দুধেল গাভি ট্রাকে তোলার চেষ্টা করে। এসময় লোকজন টের পেলে তারা একটি গরু তুলে দ্রুত ট্রাক চালিয়ে যেতে থাকে। এ সময় গ্রামবাসী তাদের পিছু নিয়ে ধাওয়া করলে এক পর্যায়ে দুই ব্যক্তি চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপরজন আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকসহ চুরি যাওয়া গরু ও চালক মুকুলকে আটক করে পুলিশ। আটক মুকুলের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার নব নব গ্রামে বলে জানা গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।