শতবর্ষী জগন্নাথদেব মন্দিরে নানা আয়োজন

শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরের শতবর্ষ পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জগনাথদেব মন্দির থেকে বের হয়ে শিমলা বাজার, বাসস্ট্যান্ড, থানা মাড়, গণময়দানসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মদির প্রাঙ্গণে এসে সমবেত হয়।

অনুষ্ঠানে বিভিন কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ভাগ, মহাপ্রসাদ বিতরণ, সনাতনী ধর্মীয় সভা ও খন্ডকালীন লীলা কীর্তন।

এতে উপস্থিত ছিলেন, জগন্নাথদেব মন্দিরের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক কালাচান পাল, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য রমেশ চন্দ্র সূত্রধর, উপজেলা শাখার সভাপতি সনজিৎ প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক দিপক কুমার সাহা, মন্টু লাল তেওয়ারিসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানে ১২ মে ছিল প্রথম দিন। ১৩ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।