জেলেনস্কি মিউজিয়ামে ‘বর্বর’ রাশিয়ান হামলার নিন্দা করেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২৫ এপ্রিল বলেছেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে। একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর তিনি একথা বলেন।

জেলেনস্কি উত্তর-পূর্বে ফ্রন্টলাইনের কাছাকাছি শহর কুপিয়ানস্কের একটি স্থানীয় ইতিহাস জাদুঘরে রশ হামলার কথা জানিয়েছেন এবং তার সান্ধ্যকালীন ভিডিও ভাষণে হতাহতের এই আপডেট দিয়েছেন।

তিনি বলেন, ‘রাশিয়া এই হামলায় দুই নারীকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ জন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

এর আগে, তিনি একজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ‘একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার’ এবং ‘আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ’ সবকিছুই ধ্বংস করতে চায়।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে।

তার ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া মোট ৬০টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে।