চেইনেজ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে হেডকোয়ার্টার-বকশীগঞ্জ হেড কোয়ার্টার চেইনেজ ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

২০ এপ্রিল সিরাজাবাদ সড়কের স্টিলব্রীজ নামক স্থানে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্রীজটি নির্মাণ করবে।