জামালপুরে মৎস্যজীবী দলের ঈদ বস্ত্র বিতরণ

গরিব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে গরীব ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা মোড় এলাকায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

গরিব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মুক্তা, পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, মো. আরজু, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা টিক্কা, শহর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।

পরে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় নারী ও পুরুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।