জামালপুরে ৩২০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিল প্রকৃতি ও জীবন ক্লাব

গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রকৃতি ও জীবন স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে জামালপুর শহরের ৩২০ জন গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। ১৭ এপ্রিল দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণের আগে প্রকৃতি ও জীবন ক্লাবের জামালপুর জেলা সমন্বয়ক চ্যানেল আইয়ের জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব জামালপুর জেলা শাখার উপদেষ্টা কবি সাযযাদ আনসারী ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

পরে ৩২০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে এক ব্যাগ করে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, দেড় কেজি মসুরের ডাল ও এক লিটার করে সয়াবিন তেল।