প্রথম বিভাগ ক্রিকেট লিগ : ১৯ রানে জয় সিদ্দিকী স্টার্সের

পুরস্কার নেন ম্যাচসেরা সিদ্দিকী স্টার্সের বোলার রবিন ।ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জাতীয় পর্যায়ের পৃথক দুটি টুর্নামেন্ট আয়োজনের কারণে স্থগিত থাকা জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের খেলা ৪ এপ্রিল থেকে ফের শুরু হয়েছে। ৪ এপ্রিলের ম্যাচে মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে ১৯ রানে পরাজিত করেছে সিদ্দিকী স্টার্স। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ২৩তম ম্যাচে এদিন মুখোমুখি হয় এ-গ্রুপের মেরিলিবোন ক্রিকেট ক্লাব ও সিদ্দিকী স্টার্স।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মুলারের সিদ্দিকী স্টার্স ৩৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৯ রান করে। তাদের ব্যাটার রাজিব (অপরাজিত) ৩০ ও মুলার ২১ রান করেন। প্রতিপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের মেহেদী ৪ ও তামিম ৩ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের টার্গেট মাথায় রেখে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মোমিনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব। কিন্তু তারা ৩৫.২ ওভারের সময় সব উইকেট হারায়। স্কোর বোর্ডে তাদের রান উঠে ১০০। এতে সিদ্দিকী স্টার্স দল ১৯ রানে ম্যাচ জিতে যায়। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আবিদ ৩১ ও অনিল ২৪ রান করেন। সিদ্দিকী স্টার্সের রবিন ও মিহাল ৩টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল সিদ্দিকী স্টার্সের বোলার রবিন (৬-৩-১০-৩) । ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান টুকু ও মো. কাইউম।

ম্যাচসেরা রবিনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবু্বুর রহমান রবিন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন টুরু উপস্থিত ছিলেন।

ডিএসএ সূত্র জানায়, এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টার্স অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন।

সংক্ষিপ্ত স্কোর:
সিদ্দিকী স্টার্সের ইনিংস : ৩৬.৫ ওভারে ১১৯/১০, মুলার ২১ (২৭), আনন্দ ০ (৪), অন্তর ১ (৮), শিশির ২১ (৪৩), জিকো ১৪ (২৪), বাবু ০ (১১), রাজিব (অপরাজিত) ৩০ (৫৪), তুষার ৩ (১৩), মিহাল ০ (২), তুহিন ৭ (২৯), রবিন ২ (৪); অতিরিক্ত ২০ (বা-২, লে.বা-৩, নো.বো-১, ও-১৪)

মেরিলিবোন ক্রিকেট ক্লাব বোলিং: অনিল ৪-০-৮-১, তামিম ৫-০-১৬-৩, স্বপন ৭-০-২৯-০, শাহেদ ৩-০-১৩-১, মোমিন ১-০-৩-০, মেহেদী ৮-২-১৮-৪, মশিউর ৬-০-১৭-১, রাফি ৩-০-১২-০

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ইনিংস : ৩৫.২ ওভারে ১০০/১০, তামিম ০ (২), আবিদ ৩১ (৮১), রিয়াদ ২(১৫), শাহেদ ০ (৪), মেহেদী ৭ (১২), মশিউর ১২ (২২), রাফি ৫(১৩), মোমিন ০ (৫), মামুন ৬ (১২), অনিল ২৪(৩৯), স্বপন (অপরাজিত) ২ (৭); অতিরিক্ত ১১ (বা-৫, লে.বা-৪, ও-২)

সিদ্দিকী স্টার্সের বোলিং : রবিন ৬-৩-১০-৩, মিহাল ৭.২-৪-১৫-৩, শিশির ৩-০-৭-০, অন্তর ৩-০-১৩-০, মুলার ৮-১-১৪-১, আনন্দ ৬-২-২০-১, তুহিন ২-০-১৪-২

ফল : সিদ্দিকী স্টার্স ১৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : সিদ্দিকী স্টার্সের রবিন।