দেওয়ানগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে মরহুম আমিনুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলামের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

৭ মার্চ দুপুরে উপজেলার সরকারি গণগ্রন্থাগারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হালিমের সভাপতিতে অনুষ্ঠিত হয়। শোকসভা ও দোয়া মাহফিলে সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিপা রানী ঘোষ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মরহুম আমিনুল ইসলামের ভাগ্নে বাংলাদশ চিনি শিল্প কপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জি.বা.চি.ক. ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক (রায়হান), প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন, বোরহান আলী, মাসুদ রানা, জাহিদুল ইসলাম, নির্বাহী সভাপতি সামছুল আলম, বিষ্ণু চন্দ্র দেবনাথ, নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্দীন, উপদেষ্টা সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিউল আলম, শিক্ষক পারভীন আক্তার, রেজাউল করিম হীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

গত ২৬ ফেব্রুয়ারি বিকালে আমিনুল ইসলাম ও সুমন মিয়া মাস্টার মোটরসাইকেল যোগে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই স্কুল শিক্ষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক মাস্টারকে মৃত ঘোষণা করেন। নিহত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে।