বকশীগঞ্জে পতাকা উত্তোলন না করায় মাদরাসাকে জরিমানা

বকশীগঞ্জে পতাকা উত্তোলন না করায় মাদরাসাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় একটি মাদরাসাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ ফেব্রুয়ারি দুপুর ২টায় বকশীগঞ্জ উত্তর বাজার এলাকায় অবস্থিত দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসায় জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী।

জানা গেছে, মহান শহীদ দিবস উপলক্ষে বীর শহীদদের সম্মানে সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসা জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন না করে প্রতিষ্ঠানটি খোলা রাখেন।

বিষয়টি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে ২০০ টাকা জরিমানা করেন।

sarkar furniture Ad
Green House Ad