মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক কারবারিকে জব্দকৃত আলামতসহ সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী গ্রামের আব্দুস সামাদের ছেলে জিয়ার আলী (৪৫) ও শাহ আলীর ছেলে গোলাম রব্বানী (৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুণ কুমার দাস, আজিজুল হক ও পুলিশ সদস্য শফিকুল ইসলামসহ একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং মাদকের সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।