বকশীগঞ্জে সড়ক বাতির আলোয় আলোকিত হলো ৪ কিলোমিটার সড়ক!

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৪ কিলোমিটার রাস্তায় সকড় বাতি কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি:জিএম ফাতিউল হাফিজ বাবু

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৪ কিলোমিটার সড়কে ১৩১টি সড়ক বাতির আলোয় আলোকিত হয়েছে।

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শহরের সর্দার পাড়া মোড়ে সুইচ টিপে সড়ক বাতি কার্যক্রম উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে জিগাতলা, সর্দারপাড়া, পাখিমারা, পশ্চিমপাড়াসহ ৬টি গ্রামের সড়ক পথ আলোকিত হলো।

সড়ক বাতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সরোয়ার, পৌর কাউন্সিলর শাহীনুর ইসলাম, উপজেলা বণিক সমিতির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ঠিকাদারী প্রতিষ্ঠান জুঁই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাকসহ পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় জামালপুর জেলার আট পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় বকশীগঞ্জ পৌরসভার সার্বিক তদারকিতে জুঁই এন্টারপ্রাইজ ৬৯ লাখ টাকা ব্যয়ে সড়ক বাতি প্রজ্জ্বলন প্রকল্পটি বাস্তবায়ন করেছে।