জামালপুর জেলা মৎস্যজীবী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, জামালপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মৎস্যজীবী লীগ জামালপুর জেলা শাখার আহ্বায়ক মামুন অর রশিদ সরকার স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাবের আলী সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।

ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়তে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। সেই লক্ষ্য নিয়ে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মোকলেছুর রহমান, কার্যকরী সদস্য এস এম ইকবাল কবীর, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসাইন, এমদাদ হোসেন জুয়েল, শাহজাহান হাওলাদার, মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাসরিন আক্তার। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকী মামুন।

সভায় ওয়ার্ড মৎস্যজীবী লীগ, ইউনিয়ন মৎস্যজীবী লীগ ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ কর্মী সভায় জেলা মৎস্যজীবী লীগ, পৌর মৎস্যজীবী লীগ ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবী লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।