দু’টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোজাফফর হোসেন

বাঁশচড়া ইউনিয়নে দু’টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে দু’টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ৯ জানুয়ারি দুপুরে তারাগঞ্জ বাজার-লাহাড়িকান্দা বাজার ১২শ’ মিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি। পরে বাঁশচড়া জিসি সাধুমন্ডল মোড়-লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ আর এইচডি ভায়া জামিরা বাজার ১১শ মিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদরের বিভিন্ন স্থানে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীদিনে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ উপজেলা প্রকৌশলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে তারাগঞ্জ বাজার-লাহাড়িকান্দা বাজার ১২শ’ মিটার ও ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সাধুমন্ডল মোড়-লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ আর এইচডি ভায়া জামিরা বাজার ১১শ মিটার সড়কটির বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুর।