ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২২ ডিসেম্বর দুপুরে দশানী নদীর পাড়ে এলাকাবাসী বসতবাড়ী, মসজিদ, মাদরাসা, ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে গোলাপ সরকার, আব্দুল্লাহ আল ফারুক, আশরাফুল ইসলাম, হাজী আব্দুল হাই, নূরনবী মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত তিন বছর থেকে শতাধিক বাড়িঘর ঈদগাহ মাঠ, মসজিদ, মাদরাসা, গোরস্থানসহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

নদীর ভাঙনের কারণে অনেকেই বসতভিটা ফসলি জমি হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় বস্তিতে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে। এভাবে চলতে থাকলে গোটা ডাকপাড়া চর অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে। এতে হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

ভাঙন রোধে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সুদৃষ্টি কামনা করেন।