আন্ডারডগ আর্জেন্টিনাকে শক্তি যোগাচ্ছেন ‘সর্বকালের সেরা’ মেসি : মার্টিনেজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, ১৮ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আন্ডারডগ হিসেবে প্রস্তুতি নিতে পেরে দক্ষিণ আমেরিকানরা খুশি।

মার্টিনেজ বলেন, লুসাইল স্টেডিয়ামে ফাইনালে নামার আগে লিওনেল মেসির শক্তিতে বলিয়ান আর্জেন্টিনা সঙ্গে করে নিয়ে এসেছেন ২০২১ কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে গত বছর কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

মার্টিনেজ বলেন,‘ ওই জয়ের স্মৃতি এবং মেসির অনুপ্রেরণায় বলিয়ান হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালে লেস ব্লুজদের মোকাবেলা করতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে যখন আমরা জয়লাভ করেছিলাম, তখন ফেভারিট ছিল তারা। আমরা সব সময় প্রতিপক্ষ দলকে ফেভারিট শুনতে পছন্দ করি। কারণ আমরা তাদেরকে উচ্চ বা নিকৃষ্ট মনে করি না।

এই মুহূর্তেও তাই । সবাই ফ্রান্সকেই ফেভারিট বলছে। কিন্তু আমাদের আছে সময়ের সেরা তারকা।’

মার্টিনেজ মনে করেন গত বছর কোপা আমেরিকা থেকেই দলকে অনুপ্রানীত করে আসছেন মেসি। যিনি তার শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান শিরোপা জয়ের মাধ্যমে। তিনি বলেন,‘ কোপা আমেরিকার সময় আমি গ্রেট মেসিকে দেখেছি, যিনি অন্যরকম এবং সেরাদের একজন। কোপা আমেরিকার সঙ্গে বিচার করলে এবারের বিশ্বকাপে তিনি আরো একধাপ এগিয়ে আছেন। শারিরিকভাবে দারুন অবস্থায় থাকা মেসি খেলছেনও চমৎকার। মেসিকে হারানো বেশ কঠিন হবে।’