বকশীগঞ্জে আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর দুপুরে বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসায় বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আবদুল্লাহ।

মাদরাসাটির অধ্যক্ষ সুলতান মাহমুদ খসরুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপাধ্যক্ষ আদেল ইবনে আউয়াল, সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আ. ছামাদ, প্রভাষক শরীফুল ইসলাম বেলালী, মওলানা ওয়াজকুরুনী, প্রভাষক আল আমিন প্রমুখ।

২০২২ সালে এই মাদরাসা থেকে ৭৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেবেন।