এবার আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হলো আফগানদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিউজিল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আফগানিস্তান।

২৮ অক্টোবর মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে আফগানিস্তান- আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃস্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। টুর্নামেন্টে এটি ছিল দু’দলের তৃতীয় ম্যাচ।

এই নিয়ে টানা দুই ম্যাচে বৃষ্টির কারনে পয়েন্ট ভাগাভাগি করতে হলো আফগানিস্তানকে। ৩ খেলায় শেষে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচের কারনে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো আয়ারল্যান্ড। ৩ খেলায় ১ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ ও শেষ স্থানেই থাকলো আফগানিস্তান।

এবারের বিশ্বকাপে এর আগে আরও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। গত ২৬ অক্টোবর এই মেলবোর্নেই বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি।

এছাড়া গত ২৪ অক্টোবরে গ্রুপ-২এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। মাত্র ৯ ওভার খেলা হয়েছিলো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচে।