উ. কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষার নিয়ে বিশ্বে ‘শ্বাস রুদ্ধকর’ পরিস্থিতি : আইএইএ প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ২৭ অক্টোবর বলেছেন, উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু বোমা পরীক্ষার আশঙ্কায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।

‘প্রত্যেকেরই এই বিষয়ে দম আটকে আসছে, কারণ আরেকটি পরমাণু পরীক্ষার নিশ্চিত না হলেও তা পূর্ণাঙ্গ গতিতে অবিশ্বাস্যভাবে এগিয়ে যাচ্ছে।’ ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের বিশ্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর আইএই-এর প্রধান রাফায়েল গ্রসি এ সব কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আরও পরীক্ষার অর্থ হল তারা প্রস্তুতি ও তাদের অস্ত্রাগার নির্মাণকে পরিমার্জন করছে।’

গ্রোসি বলেন, ‘সুতরাং আমরা এটি খুব খুবই ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি। আমরা আশা করছি এটি ঘটবে না, তবে দুর্ভাগ্যবশত ইঙ্গিত অন্য দিকে গড়াচ্ছে।’

পিয়ংইয়ং-এর পাঁচ বছরের বিরতির পর পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত এপ্রিল থেকে সতর্ক করে আসছে।

দেশটি স্বল্প ও দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করার পর এই পরীক্ষা চালাবে যা প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানকে পিয়ংইয়ং-এর উদ্দেশ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

গ্রোসি বলেন, তিনি মনে করেন না যে, অবিলম্বে পরীক্ষাটি চালানো হবে।

গ্রসি বলেন, ‘আমরা প্রস্ততি দেখতে পাচ্ছি, আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি তারা এই পরীক্ষা চালাবে না।’