জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন শিল্পী

মনোনয়নপত্র জমা দেন মরিয়ম বেগম শিল্পী।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মরিয়ম বেগম শিল্পী। ১৫ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি।

জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মরিয়ম বেগম শিল্পী। বিগত মেয়াদেও জেলা পরিষদের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন তিনি। বিগত ৫ বছরে তিনি দু উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সাবেক যুবলীগ নেত্রী ও সাবেক জেলা পরিষদের সদস্য শিল্পী জানান, ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।

মরিয়ম বেগম শিল্পী জানান, বিজয়ী হওয়ার পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জন উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। উন্নয়নের কারণে বদলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ধর্মীয়প্রতিষ্ঠানের চিত্র। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তার উন্নয়ন বকশীগঞ্জ উপজেলার পৌরসভা চর কাউরিয়া খামার পাড়া জামে মসজিদ, চর কাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়, মেরুর চর বায়তুল মামুর জামে মসজিদ, মেরুর চর টুপকার চর পূর্বপাড়া কবরস্থান, বাট্টাজোর বীর গাঁও মাদ্রাসা বাড়ী জামে মসজিদ, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসা, বীর গাঁও উত্তর পাড়া জামে মসজিদ, নতুন বাজার মদীনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা, মেরুর চর ভাটি পাড়া খেয়ারচর মৃত নজরুল ইসলামের বাড়ীর পাশে জামে মসজিদ, বগারচর নতুন টালিয়া পাড়া সিদ্দিক নগরী দরবার শরীফ, লাউচাপড়া বিনোদন কেন্দ্র, বাট্রাজোর পানাতিপাড়া তালুকদার বাড়ী কবরস্থান, বীর গাঁও সরকারবাড়ী পাবলিক কবরস্থান, বাগান বাড়ী জামে মসজিদ, দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী রামপুরা কমিনিটি ক্লিনিক থেকে আব্দুর রহিমের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ, হাতীভাঙ্গা পশ্চিম আমখাওয়া জামে মসজিদ, আমখাওয়া পূর্ব পাড়া জামে মসজিদ, উত্তর কাঠারবিল জামে মসজিদ, আমখাওয়া শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির, বাহাদুরাবাদ কান্দির গ্রামআলফালা জামে মসজিদ, মাদারের চর দাখিল মাদ্রাসা, বীর ভবসুর মন্ডল পাড়া জামে মসজিদ, হারুয়াবাড়ী জয়বননেছা ইতিম মাদ্রাসা, মধ্য পাড়া জামে মসজিদ, চর আমখাওয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, চর মাদারের চর চেংটি মারী জুটু মোল্লা ঈদ গা মাঠ, মাদারের চর মাষ্টার পাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা, সাকোঁয়া পাড়া জামে মসজিদ, পাররামরামপুর ইউনিয়নের বানিয়া পাড়াসোনার বাংলা একাডেমি এন্ড পাঠাগার, দক্ষিণ মাঠের ঘাটশেখবাড়ী জামে মসজিদ, কলাকান্দা পুরাতন জামে মসজিদ, ভাত খাওয়া হাজী বাড়ী জামে মসজিদ, ডিগ্রীর চরজাফরিয়া দরবার শরীফের দায়রা খানাসহ ২০টি মসজিদের উন্নয়ন কাজ করেছেন।

যুবমহিলা লীগ নেত্রী সাবেক জেলা পরিষদের সদস্য মরিম বেগম শিল্পী জানান, ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের কর্মী হিসাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে উন্নয়নমূলক কাজ করেছি। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইন-শা-আল্লাহ।

জেলা নির্বাচন দপ্তর সূত্র জানায়, জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।