আজমীরগঞ্জ দরবার শরিফের গদিনশীন ড. নাসিরুল্লাহর মৃত্যু

ড. খাজা নাসিরুল্লাহ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় হজরত খাজার বশীর (রহ:) এর দরবার (আজমীরগঞ্জ দরবার) শরিফের গদিনশীন ড. খাজা নাসিরুল্লাহ (৫০) ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজমীরগঞ্জ দরবার শরিফের সকল আশেকান, জাকেরান ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তিনি মৃত্যুকালে তিন ভাই, দুই বোন সহ, হাজার হাজার ভক্ত রেখে গেছেন এবং আমৃত্যু হজরত খাজার বশীর র: ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ছিলেন।

ড. খাজা নাসিরুল্লাহ এর মৃত্যুতে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আবদুন নাসের, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করেছেন।

১৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় আজমীরগঞ্জ দরবার শরীফে জানাজা শেষে তাকে দাফন করা হবে।