২৭ বছর পালিয়েও রক্ষা হলো না আসামির, র‌্যাবের হাতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আজিজুল হক।

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় দীর্ঘ ২৭ বছর পর সুরুজ (৭০) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

১০ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তারের পর আসামিকে ওই রাতেই মেলান্দহ থানায় পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার আসামি উপজেলার কোনামালঞ্চা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আজিজুল হক (৬৫)।

থানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে পারিবারিক কলহের জেরে আসামি তার প্রতিবেশী সুরজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বাদীপক্ষ মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং- ২(ক)১৯৯০, দ.বি. ৩০২ ধারা)।

মেলান্দহ থানার সহকারী পুলিশ পরিদর্শক আলামিন জানান, হত্যা মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। ১৯৯০ সালে মামলার পর ১৯৯৫ সালে মামলাটির রায় হলে আসামির নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। দীর্ঘ ২৭ বছর পর র‌্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।