বকশীগঞ্জে আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এমএ জব্বারের মৃত্যুবার্ষিকী পালিত

বকশীগঞ্জে আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এমএ জব্বারের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান প্রকৌশলী এমএ জব্বারের মৃত্যুবার্ষিকী ১১ সেপ্টেম্বর বিকালে পালিত হয়েছে।

বকশীগঞ্জ পৌর শহরের ধুমালী পাড়া গ্রামে মরহুম প্রকৌশলী এমএ জব্বারের ছেলে সাবেকমন্ত্রী এমএ সাত্তারের বাসভবনে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের নাতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার ছামির সাত্তারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে এসময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু,বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনতিক দলের ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ মরহুমের পরিবার ও পরিবারের আত্মীয় স্বজনরা অংশ গ্রহণ করেন।

মিলাদ পূর্ব আলোচনা সভায় বক্তারা তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন।

এসময় মরহুমের নাতি ব্যারিস্টার ছামির সাত্তার তার দাদা এমএ জব্বারের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান।