বকশীগঞ্জে ডিলারের মাধ্যমে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মুন মুন জাহান লিজা

সার বিতরণ করেন ইউএনও মুন মুন জাহান লিজা।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডিলারের মাধ্যমে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন ও কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও উপজেলা কষি কর্মকর্তা মো. আলমগীর আজাদের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর দিনব্যাপী সাধুরপাড়া, বাট্টাজোড়, মেরুরচর, নিলাখিয়া, পৌরসভা ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাতটি ডিলারের সার বিক্রি কার্যক্রম পরিদর্শন করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের এই দুই কর্মকর্তা কৃষক, ডিলারের সঙ্গে সার সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিয়ে কথা বলেন এবং নির্ধারিত মূল্যে সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, বকশীগঞ্জ উপজেলায় কোথাও সার সঙ্কট নেই। কৃষকরা তাদের সুবিধামত ও চাহিদা মাফিক সার উত্তোলন করছেন এবং স্ব স্ব ইউনিয়নের ডিলাররা সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করছেন। তবুও কোন ডিলারের বিরুদ্ধে কোন ধরনের অনিয়মের অভিযোগ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।