সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কাতার বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে প্রায় সব দেশই। যদিও গত বছর স্থগিত হয়ে যাওয়া আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচটি আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে খেলার কথা বলেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। কিন্তু উভয় দেশই যেহেতু বিশ্বকাপে পৌঁছে গেছে, সে কারনেই প্রস্তুতির লক্ষ্যে ম্যাচটি বাতিলের অনুরোধ জানানো হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের কনফেডারেশনের পক্ষ থেকে। শেষ পর্যন্ত অবশ্য ফিফা সেটা মেনে নিয়েছে।

তার পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলার দিকেই বেশী নজড় দিয়েছিল। সে লক্ষ্যে আপাতত হন্ডুরাস বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে খেলার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরো একটি ম্যাচ খেলার কথা আছে, যার আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউ জার্সির রেড বুল এ্যারেনা

হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাজকুয়েজ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের সঙ্গে খেলার এই সুযোগটা আমরা উপভোগ করতে চাই।’

সেপ্টেম্বরে ব্রাজিলও দুটি প্রীতি ম্যাচ খেলবে ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে।

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।