বকশীগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

বকশীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াবিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার সকালে পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ থানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, পিআইও মো. মজনুর রহমান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) এম আলমগীর হোসাইন, উপজেলা যুবলীগের সদস্য সচিব আব্দুল আলিম তারা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগমসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শেখ কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোকপাত করেন বক্তারা।