জামালপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আইনজীবী শাখার সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আইনজীবী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা আইনজীবী শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আইনজীবী আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ইসমত পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী নজরুল ইসলাম, এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার নির্বাহী সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সামছুল হুদা স্বপন, আলতাফ হোসেন লেবু, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় আইনজীবীরা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইনী পরামর্শ ও মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীরা মানবাধিকার রক্ষায় বিশেষভাবে কাজ করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী এস এম কামরুল হাসান পলাশ।