বকশীগঞ্জে সরকারি নির্দেশনা কার্যকরে প্রশাসনের অভিযান

বকশীগঞ্জে সরকারি নির্দেশনা কার্যকরে প্রশাসনের অভিযান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা কার্যকরে অভিযান পরিচালিত হয়েছে ।

১৬ জুলাই রাতে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী বকশীগঞ্জ পৌর শহরে অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সারাদেশে বিদ্যুতের সমস্যা সমাধানের লক্ষ্যে রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের শর্ত বাস্তবায়নে এবং সরকারি নির্দেশনা কার্যকরে উপজেলা প্রশাসন অভিযানে নামেন।

১৬ জুলাই রাতে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আতাউর রাব্বী ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সতর্ক ও প্রজ্ঞাপন সম্পর্কে অবগত করেন ও সচেতনতার বার্তা পৌছে দেন।

এসময় তিনি ব্যবসায়ীদের রাত ৮টার পর স্বপ্রণোদিতভাবে দোকানপাট বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।

অপরদিকে ঈদ উপলক্ষে ঢাকা ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালান এসিল্যান্ড আতাউর রাব্বী।