মেলান্দহে বিনামূল্যে ধান বীজ ও সার পেলেন কৃষকরা

প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় ধান বীজ ও সার বিতরণ করা হয়। ৩০ জুন দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।

উপজেলার প্রায় ১ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রি ও বিনা ৭৫, ৮৭ ও ৭১ জাতের রোপা আমনের ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।